ভালবাসা
- আবু আফফান - সনেট সমগ্র ০৭-০৫-২০২৪

আশেপাশে নেই কেউ, আমি শুধু একা,
কাজে বসে না মন, সবই লাগে ধোঁকা ।
আকাশের নীল রং মলিন লাগে আ্‌জ,
মিছেমিছি লাগে প্রকৃতির সব সাজ।
পাখির কোলাহল লাগে আজ কর্কশ,
কোকিলের “কুহু” ডাকে নাই কোন রস ।
তারাগুলো নিভুনিভু জ্বলছে আকাশে ,
চাঁদের আলো আজ লাগছে যে ফ্যাকাশে ।


কোথাও কোন শান্তি নেই, নেই ভালবাসা,
জ্বলেপুড়ে নিঃশেষ মনের সব আশা ।
বিষাদের বৃষ্টিতে আমি আজ সিক্ত
সঠিক পথ হারিয়ে আমি আজ রিক্ত।
এখানে সেখানে খুঁজি পাই যদি “খোদা”
তোমার জন্য আমি, জীবন দিব সদা।

রচনাকালঃ- ১২.০৫.২০০৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।